Posts

Showing posts from April 11, 2019

Featured Post

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

Image
এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint. ============================================== ▶️ Shear Key in Column: ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন; ☑ কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য। ☑ কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে #পরিষ্কার করা হয়। ✅ পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়। ................................................................................... ▶️ Column Casting Height: অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা ...

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ, পার্ট-১ Topics: Grade of Concrete, Grade of Steel, Compressive Strength Test, Block, Slump & Earth Quake.

Image
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ, পার্ট-১  Topics: Grade of Concrete, Grade of Steel, Compressive Strength Test, Block, Slump & Earth Quake . ✅ Grade of Concrete: Internationally ড্রইং এ সচরাচর কংক্রিটের Mixing Ratio উল্লেখ থাকেনা, Grade উল্লেখ থাকে। আর এই Grade অনুযায়ী কংক্রিটের Ultimate Strength পেতে Trial Basis Mix Design এর মাধ্যমে Ratio ফাইনাল করা হয়। জেনে নেয়া যাক কংক্রিটের বিভিন্ন গ্রেড সমূহ সম্পর্কে; ✅ Ordinary Concrete: √ M 5 বা 5 N/mm2 বা 725 PSI, Ratio 1:5:10 √ M 7.5 বা 7.5 N/mm2 বা 1087.5 PSI, Ratio 1:4:8 √ M 10 বা 10 N/mm2 বা 1450 PSI, Ratio 1:3:6 √ M 15 বা 15 N/mm2 বা 2175 PSI, Ratio 1:2:4 √ M 20 বা 20 N/mm2 বা 2900 PSI, Ratio 1:1.5:3 ✅ Standard Concrete: √ M 25 বা 25 N/mm2 বা 3525 PSI, Ratio 1:1:2 √ M 30 বা 30 N/mm2 বা 4350 PSI, Mix Design [1:0.75:1.5] √ M 35 বা 35 N/mm2 বা 5075 PSI, Mix Design [1:0.5:1] √ M 40 বা 40 N/mm2 বা 5800 PSI, Mix Design [1:0.25:0.5] Note❗️ [1M সমান 145 PSI, M25 থেকে M70 পর্যন্ত Mix Design আবশ্যক] কংক্রিটে ফাইন এগ্রিগেট বা বাল...