Posts

Showing posts from April 9, 2019

Featured Post

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

Image
এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint. ============================================== ▶️ Shear Key in Column: ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন; ☑ কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য। ☑ কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে #পরিষ্কার করা হয়। ✅ পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়। ................................................................................... ▶️ Column Casting Height: অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা ...

Topics: Construction of Cast-in-Situ Pile (Bored Pile). চতুর্থ ও শেষ খন্ড: কংক্রিটিং ওয়ার্ক চেকিং।

Image
Topics: Construction of Cast-in-Situ Pile (Bored Pile). চতুর্থ ও শেষ খন্ড: কংক্রিটিং ওয়ার্ক চেকিং। =============== =============== =============== ===== ✅  Gradation of Aggregate:- পাইলিং কাজে উত্তম ফলাফল পেতে হলে আপনাকে Well Graded এগ্রিগেট ব্যবহার করতে হবে, Well Graded বলতে 20mm & 12mm down সাইজের এগ্রিগেটসমূহ নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত থাকাকে বুঝায়, সাধারনত এই অনুপাত 70% & 30% হয়ে থাকে। 🅰️  Coarse Aggregate. পাইলিং কাজে আমরা সাধারনত বোল্ডার ক্রাশড Stone Chips ব্যবহার করি, মনে রাখবেন ভাল মানের পাথরের কনাগুলো সাধারনত; √ কোনাকৃতি বড় দানার হবে, √ এগুলোকে বোল্ডার থেকে ভেঙে টুকরো করা হয়, √ এগুলো সিঙ্গেলস কিংবা ভূতুভাঙা হবেনা, √ এগুলোর সাথে মরা/ হালকা ওয়েটেড কিংবা দুর্বল পাথর মিক্সড থাকবেনা, √ এগুলো দেখতে পরিষ্কার ও ওজনে ভারি হবে। √ Particle Size [Gravel]: Coarse Gravel : 75-19mm, Medium Gravel: 19-9.5mm & Fine Gravel: 9.5-4.75mm 🅱️  Fine Aggregate. পাইলিং কাজে 100% Sylhet Sand ব্যবহার করা উত্তম, তবে বালি হতে হবে বড় দানার কোনাকৃত...

Topics: Construction of Cast-in-Situ Pile (Bored Pile). তৃতীয় খন্ড: ওয়াশ এবং রিইণফোর্সমেন্ট চেকিং।

Image
Topics: Construction of Cast-in-Situ Pile (Bored Pile). তৃতীয় খন্ড: ওয়াশ এবং রিইণফোর্সমেন্ট  চেকিং। =============== =============== =============== ===== ↘️  Wash: আসলে ওয়াশের ক্ষেত্রে কোন ধরাবাঁধা নিয়ম নেই, যদিও আমরা অনেক জায়গাতেই দেখে এসেছি ওয়াশের জন্য কমপক্ষে ৩০ থেকে ৪৫ মিনিট সময় দিতে হবে। প্রকৃতপক্ষে ওয়াশের মূল উদ্দেশ্য হলো পাইলের জন্য খননকৃত গর্ত থেকে কাদা মিশ্রিত পানি বের করে দিয়ে অপেক্ষাকৃত কিছুটা স্বচ্ছ পানিতে কংক্রিটিং করা যাতে কংক্রিটের গুনগত মান নষ্ট না হয়। এখন কথা হলো যদি আপনি যদি খুব সামান্য পরিমান পানিকে Recycling করে ১ ঘন্টাও করে ওয়াশ করেন সে ক্ষেত্রে কি গর্ত থেকে পরিষ্কার পানি বের হবে? মোটেও না, কারণ আপনি যতই কাদা মিশ্রিত পানি দিয়ে ওয়াশ করেন না কেন তা থেকে ময়লা পানিই বের হবে। এখানে দেখার বিষয় হচ্ছে পানির ডেনসিটি কেমন?? তাতে কাদা মাটির পরিমান কতটুকু? ✅  প্রপার ওয়াশ হয়েছে কিনা বুঝার জন্য ওয়াশের পানিতে হাত দিন, এবার দুই আঙ্গুল দিয়ে ঘষে কাদার পরিমান বুঝার চেষ্টা করুন, মনে রাখবেন পানির কালার ঘোলাটে হবেই কিন্তু তাতে কাদার উপস্থিতি য...