Posts

Showing posts from April 2, 2019

Featured Post

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

Image
এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint. ============================================== ▶️ Shear Key in Column: ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন; ☑ কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য। ☑ কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে #পরিষ্কার করা হয়। ✅ পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়। ................................................................................... ▶️ Column Casting Height: অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা ...

Topics: Advanced Civil Engineering Work [Injection Grouting].

Image
Injecting Grouting Topics: Advanced Civil Engineering Work [Part-2, Injection Grouting]. আলোচ্য বিষয়: Injection Grouting কি? এগুলো কেন করা হয়? কিভাবে করা হয়? করা কালীন ও পরবর্তী সতর্কতাসমূহ কি কি? ========================================= এই পোস্টটা স্পেসিয়ালি তাদের উদ্দেশ্যে যারা ফুটোফাটা কিংবা লিকেজ নিয়ে মহা চিন্তিত🤨🤔! ✔️ Injection Grouting:- Injection Grouting হচ্ছে এক ধরনের আধুনিক প্রযুক্তি যার সাহায্যে ক্ষতিগ্রস্থ RCC/ Masonry মেম্বারসমূহকে রিপেয়ারিং করা হয়, যেখানে অধিক চাপে Injection এর মাধ্যমে Crack এর মধ্যস্থ ভয়েডে অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন Epoxy Resin & Hardener এর লিকুইড মিশ্রনকে প্রবেশ করান হয়। যা খুব অল্প সময়ের মধ্যে অধিক স্ট্রেন্থ Gain করে, এগুলো 1 দিনে প্রায় 65Mpa বা 9425Psi শক্তি অর্জন করতে সক্ষম। 7 Days Avg. Compressive Strength ± 70 Mpa, Flexural ± 55Mpa, Tensile ±18 Mpa, যা 20000Psi পর্যন্ত হতে পারে। ----------------------------------------------------------------------------- ✔️ যে কারণে করা হয়:- √ নতুন বা পুরাতন কোন Masonry/ ...