Posts

Showing posts from March, 2019

Featured Post

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

Image
এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint. ============================================== ▶️ Shear Key in Column: ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন; ☑ কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য। ☑ কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে #পরিষ্কার করা হয়। ✅ পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়। ................................................................................... ▶️ Column Casting Height: অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা ...

Topics: হানিকম্ব [পোকরা]. আলোচ্য বিষয়: হানিকম্ব কি? হানিম্বের ক্ষতিকর প্রভাব, হানিকম্বের কারণ ও প্রতিকার এবং হানিকম্ব হলে করনীয় সম্পর্কে।

Image
Honeycomb  Topics: হানিকম্ব [পোকরা]. আলোচ্য বিষয়: হানিকম্ব কি? হানিম্বের ক্ষতিকর প্রভাব, হানিকম্বের কারণ ও প্রতিকার এবং হানিকম্ব হলে করনীয় সম্পর্কে। ===========================================  [যারা ধৈর্য্য ধরে রচনা পড়তে পছন্দ করে তাদের জন্য ].........  ✅ হানিকম্ব কি? বাংলায় যদিও Honeycomb মানে মৌচাক, কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাষায় ঢালাই এর পর কংক্রিটের মধ্যে ছোট ছোট ফোকর বা গর্তের সৃষ্টি হওয়াকে হানিকম্ব বলে। মূলত কোর্স এগ্রিগেট সমূহের মধ্যস্থ ফাঁকা পুরনের জন্য কংকিটে ফাইন এগ্রিগেট ব্যবহার করা হয়, কোন কারনে যদি এই ফাঁকে ফাইন এগ্রিগেট পৌঁছাতে না পারে কিংবা কোর্স এগ্রিগেট থেকে আলাদা হয়ে যায় তবে হানিকম্ব বা এয়ার ভয়েডের সৃষ্টি হয়। .................................................................................... ✅ হানিকম্বের ক্ষতিকর প্রভাব :- এক কথায় হানিকম্ব কংক্রিটকে ভঙ্গুর ও দুর্বল করে তোলে, কংক্রিটের মধ্যে ৫% এয়ার ভয়েড বা হানিকম্বের উপস্থিতি কংক্রিটের শক্তিকে ২৫-৩০% কমিয়ে দেয়। তাছাড়া হানিকম্বের মধ্যস্থ ফাঁকা দিয়ে আদ্রতা প্রবেশ করে স্টিলে করো...

Topics: Tiles Work. আলোচ্য বিষয়: টাইলসের সাইজ, প্রকারভেদ ও ব্রান্ডসমূহ। টাইলসের কার্য পদ্ধতি,পূর্ব ও পরবর্তী করণীয়সমূহ।

Image
Tiles Work  Topics: Tiles Work. আলোচ্য বিষয়: টাইলসের সাইজ, প্রকারভেদ ও ব্রান্ডসমূহ। টাইলসের কার্য পদ্ধতি,পূর্ব ও পরবর্তী করণীয়সমূহ। =============== =============== =============== === এবারের টা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা আমার মত বেরসিক লেখকেরও ছোট গল্প পড়ে অভ্যস্ত   😍   😍 ………… ফ্লোর ফিনিশিং হিসেবে টাইলস আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়   👌 , টাইলস ছাড়াও অন্যান্য ফ্লোর ফিনিশিংগুলো হচ্ছে; 1)  Cement Sand Plaster Flooring [Neat Finishing] 2) Mosic Flooring 3) Vinyl Flooring 4) Quartzite 5) Slate 6) Terrazzo 7) Sandstone/ Kotta Stone Flooring। এ ছাড়া বর্তমানে Epoxy Paint Flooring এর চাহিদা দিন দিন বেড়ে চলছে, বিশেষ করে হাসপাতালগুলোতে । আর টাইলস হিসেবে সবার প্রথম পছন্দ Homogeneous/ Porcelain Tiles, তবে Marble কিংবা Granite ও ব্যবহৃত হয়ে থাকে যা খুব ব্যয়বহুল। Ceramic Tiles সাধারনত ব্যবহৃত হয় Wall Tiles হিসেবে ব্যবহার হয়, এ ছাড়াও গ্রাউন্ড ফ্লোরে Parking Tiles ও রাস্তায় Paving Tiles ব্যবহৃত হয়ে থাকে। ✅ ...

Topics: Plaster Work [Part-2] আলোচ্য বিষয়: প্লাস্টারের সময় করনীয়, প্লাস্টার কাজের চেকিং এবং ত্রুটিসমূহ।

Image
Plaster Work যারা প্রথম পর্ব পড়েন নাই তারা পড়ে নিন ১ম পর্ব: https://www.civilblogbd.com/2019/03/topics-plaster-work-part-1.html?m=1 Topics: Plaster Work [Part-2] আলোচ্য বিষয়: প্লাস্টারের সময় করনীয়, প্লাস্টার কাজের চেকিং এবং ত্রুটিসমূহ। =============================================== 🔵 প্লাস্টারের সময় করণীয়:- ✔ Mortar Laying/ মসলা ছাপানো:- প্রথমে দেওয়াল বা ছাদের চার কর্নার ও মাঝে ৫টি #পায়া করে নিন [Wall হলে শল করে নিতে হবে], এরপর কর্নারের পায়াগুলোর সাথে Horizontal, Vertical & Cross করে সূতা ধরে দেখে নিন সারফেসের সব জায়গায় প্লাস্টারের পুরুত্ব ঠিক আছে কিনা? যদি মসলার পুরুত্ব ঠিক থাকে তাহলে পুরো সারফেসে প্লাস্টার ছেপে পায়াগুলোর রেসপেক্টে কাজ শেষ করতে হবে। Normally প্লাস্টারের পুরুত্ব ১/২” থেকে ৩/৪” হয়ে থাকে। ৩/৪" অধিক পুরুত্বের ক্ষেত্রে যা করতে হবে; ☞ ১" উপরে হলে তা দুই ধাপে করতে হবে, প্রথমে ১” রাফ প্লাস্টার করে রাখতে হবে এবং পরের ধাপে ফিনিশিং দিতে হবে। ☞ ১.৫" অধিক পুরুত্বের প্লাস্টারের ক্ষেত্রে Wire Mesh [G.I তারের নেট] ব্যবহার করতে হবে। সে ক্ষ...

Topics: Plaster Work [Part-1]. আলোচ্য বিষয়: প্লাস্টারের উদ্দেশ্য, প্রকারভেদ এবং প্লাস্টারের পূর্বে করণীয় সম্পর্কে।

Image
Plaster Work Topics: Plaster Work [Part-1]. আলোচ্য বিষয়: প্লাস্টারের উদ্দেশ্য, প্রকারভেদ এবং প্লাস্টারের পূর্বে করণীয় সম্পর্কে। =============================================== 🔵 প্লাস্টার কি তা সবাই জানেন, এখন প্রশ্ন হলো প্লাস্টার কেন করা হয়? ✔ যে কারণে প্লাস্টার করা হয়; ☞ ইট বা আর.সি.সি সারফেসের অমসৃন পৃষ্ঠকে মসৃন ও সৌর্ন্দয বর্ধনের জন্য। ☞ আবহাওয়ার বিরুপ প্রভাব হতে কাঠামোকে রক্ষা করার জন্য। ☞ পেইন্টিং এর জন্য উত্তম বেইজ/ সারফেস প্রদানের জন্য। ☞ স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি করার জন্য। সর্বপরি অসমতল বা উঁচু নিচু পৃষ্ঠকে সমতল করে নির্মান কাজের ত্রুটি ঢেকে দেওয়ার জন্য প্লাস্টার করা হয়। ……………………………………………………………………… 🔵 প্লাস্টারের প্রকারভেদ :- প্লাস্টারের কাজে ব্যবহৃত উপকরণের উপর ভিত্তি করে প্লাস্টারকে নিন্মোক্ত কয়েক ভাগে বিভক্ত করা যায়, যেমন; ☞ লাইম প্লাস্টার: চুন+বালি+পানি। ☞ সূরকি প্লাস্টার: চুন+সুরকি+পানি। ☞ লাইম সুরকি প্লাস্টার: চুন+সুরকি+বালি+পানি। ☞ সিমেন্ট প্লাস্টার: সিমেন্ট+বালি+পানি। ☞ মাড প্লাস্টার: মাটি+গোবর/ কাঠের গুড়া/ ধানের তুষ। ☞ মোজাইক ...