Featured Post

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

Image
এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint. ============================================== ▶️ Shear Key in Column: ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন; ☑ কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য। ☑ কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে #পরিষ্কার করা হয়। ✅ পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়। ................................................................................... ▶️ Column Casting Height: অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা ...

Topics: Advanced Civil Engineering Work [Injection Grouting].

injecting grouting
Injecting Grouting



Topics: Advanced Civil Engineering Work [Part-2, Injection Grouting].
আলোচ্য বিষয়: Injection Grouting কি? এগুলো কেন করা হয়? কিভাবে করা হয়? করা কালীন ও পরবর্তী সতর্কতাসমূহ কি কি?
=========================================
এই পোস্টটা স্পেসিয়ালি তাদের উদ্দেশ্যে যারা ফুটোফাটা কিংবা লিকেজ নিয়ে মহা চিন্তিত🤨🤔!

✔️ Injection Grouting:-
Injection Grouting হচ্ছে এক ধরনের আধুনিক প্রযুক্তি যার সাহায্যে ক্ষতিগ্রস্থ RCC/ Masonry মেম্বারসমূহকে রিপেয়ারিং করা হয়, যেখানে অধিক চাপে Injection এর মাধ্যমে Crack এর মধ্যস্থ ভয়েডে অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন Epoxy Resin & Hardener এর লিকুইড মিশ্রনকে প্রবেশ করান হয়। যা খুব অল্প সময়ের মধ্যে অধিক স্ট্রেন্থ Gain করে, এগুলো 1 দিনে প্রায় 65Mpa বা 9425Psi শক্তি অর্জন করতে সক্ষম।

7 Days Avg. Compressive Strength ± 70 Mpa, Flexural ± 55Mpa, Tensile ±18 Mpa, যা 20000Psi পর্যন্ত হতে পারে।
-----------------------------------------------------------------------------
✔️ যে কারণে করা হয়:-
√ নতুন বা পুরাতন কোন Masonry/ RCC Structure যদি Crack, Void বা Honeycomb এর কারণে কিংবা আগুন, তাপ, চাপের কারণে ড্যামেজ হলে অথবা কোন কিছুর সাথে আঘাতের ফলে ক্ষতিগ্রস্থ হলে তা মেরামত, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার জন্য Inject Grouting করা হয়।

√ অনেক ক্ষেত্রে মেম্বারকে Water Proofing/ Damp Proofing/ Leakage বন্ধ করার জন্যও Inject Grout করা হয়ে থাকে। এগুলোর মাধ্যমে 100% লিজেজ বন্ধ করা সম্ভব।

N.B: Injection Grouting এর মাধ্যম 0.1mm to 10mm পর্যন্ত ক্রাক রিপেয়ার করা সম্ভব।
-----------------------------------------------------------------------------
✔️ যেভাবে করা হয়:-
Line Selection:- ক্রাকের ধরন দেখে প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে কোন পদ্ধতিতে আগাবেন। ইনজেক্টিং দুইভাবে করা যায়;

i. ক্রাক লাইন বরাবর ১-১.৫ ফিট পরপর নজেল সেটিং করে [যদি Wall এ অল্প পরিমানে ক্রাক থাকে]।
ii. ভার্টিক্যালি ও হরিজনটালি ১.৫- ২ ফিট পর পর গ্রিড আকারে নজেল সেটিং করে [যদি স্ট্রাকচার বেশি Damaged হয়]।

মূখ্য উদ্দেশ্য হচ্ছে ক্রাকের মধ্যে যেন গ্রাউটিং সমূহ খুব সহজে প্রবেশ করতে পারে।
-----------------------------------------------------------------------------
✔️ Airtight/ Leaked Proofing:-

√ প্রথমে ক্রাক লাইন বরাবর হালকা চিপিং বা খোদাই করে ক্রাকগুলোকে কিছুটা প্রশস্ত ও গভীর করা হয়, যাতে গ্রাউটিং ঢুকতে পারে।

√ এর পর তা পরিষ্কার করে এবং ভিজিয়ে নিয়ে হাই স্ট্রেন্থ নন-স্রিঙ্কেজ গ্রাউট মর্টার দিয়ে ফিলাপ করে দেওয়া হয়, যাতে Injecting এর সময় Epoxy Liquid কোনদিকে বেরুতে না পেরে ক্রাকের ফাঁকে ফাঁকে চলে যায়। ইহাকে অবশ্যই কিউরিং করতে হবে।
-----------------------------------------------------------------------------
✔️ Nozzle Fitting:-
বাজারে দুই ধরনের নজেল পাওয়া যায় (i) Pvc Nozzle (ii) Metal Nozzle [Pvc Nozzle is best for this work]

√ নজেল ফিটিং এর জন্য প্রথমে 6mm ডায়ার ড্রিল বিট দিয়ে 45 Degree এ্যাংগেলে 6 থেকে 12 ইঞ্চি দৈর্ঘ্যর লম্বা ড্রিল করতে হবে, ড্রিল গুলো এমনভাবে করতে হবে যেন তা Inclined ভাবে ওয়ালের মধ্যস্থ ক্রাক কে ছেদ করে।

√ এবার হোলগুলোকে অবশ্যই #ভালভাবে পরিষ্কার [Air Blower দিয়ে] করে নজেল ফিটিং করতে হবে, এগুলোকে হাই স্ট্রেন্থ নন-স্রিঙ্কেজ গ্রাউট মর্টার দিয়ে এমনভাবে জ্যাম দিতে হবে যেন মেশিনের প্রেসারে নজেল বের হয়ে আসতে না পারে, কিংবা জ্যাম ফেটে লিকুইড লিক করে বের হতে না পারে। ইহাকেও অবশ্যই কিউরিং করতে হবে।

√ নজেলগুলো সাধারনত ৫” দৈর্ঘ্যের হয়ে থাকে, যাহার থ্রেড সহ ১-২” ওয়ালের বাহিরে থাকবে, বাকিটা ড্রিলের ভিতরে থাকে জ্যাম দেওয়ার জন্য।
-----------------------------------------------------------------------------
✔️ Grouting Mixing:-
Epoxy Inject Grouting এর উপাদানসমূহ দুটি উপাংশে বিভক্ত থাকে, যা হলো Epoxy Resin & Hardener. এগুলোকে 70% & 30% অনুপাতে মিশ্রিন করতে হয়।

ইহা আলাদা আলাদা বোতলে থাকে, যা ইনজেক্ট গ্রাউটিং এর ঠিক পূর্ব মুহূর্তে মিশিয়ে ব্যবহার করা হয়। মিক্সিংকে দুই ভাবে করা যায়;
(i) Hand Mixing.
(ii) Machine Mixing.

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আলাদা আলাদা উপাদানসমূহ ইউনিফর্ম কালারের না হওয়া পর্যন্ত মিক্সিংকে নাড়তে হবে, মেশিনে মিক্সিং করলে ১-২ মিনিটের মধ্যে হয়ে যাবে, হাতে করলে কিছুটা বেশি সময় লাগতে পারে।
-----------------------------------------------------------------------------
✔️ Inject Grouting:-
এই কাজে দুই ধরনের মেশিন ব্যবহার করা হয়;

(i) Automatic Operating Machine:-
যেখানে মেশিনের Suction Pipe কে Grouting এর মধ্যে রাখা হয় এবং Discharge Pipe কে Nozzle এর থ্রেডের সাথে সেটিং করে দেওয়া হয়। মেশিনে প্রেসার (Force, Pascal) সিলেক্ট করে দিলে মেশিন নির্দিষ্ট প্রেসারে উঠার আগ পর্যন্ত Liquid কে সার্কুলার করতে থাকে, অতপর ইহা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এর পর নজেলের মুখ থেকে পাইপ খুলে নজেলের চাবি ঘুরিয়ে দেওয়া হয় যাতে করে লিকুইড বের হয়ে আসতে না পারে।

(ii) Manual Operating Machine:-
এখানে হাতের সাহায্যে লিভারকে প্রেস করে Injecting করা হয়, লিভারকে প্রেস করার ফলে নজেল এর মধ্যে দিয়ে লিকুইড সমূহ ক্রাকের ফাঁকে ফাঁকে চলে যেতে থাকে, প্রথমদিকে লিভারকে ইজিলি প্রেস করা যায়। যখন ভয়েড সমূহ লিকুইড দ্বারা ভর্তি হয়ে যায় লিভার তখন অনেক হার্ড হয়ে যায়, ফলে লিভার প্রেসিং স্টপ করে দেওয়া হয়।

গড়ে প্রতিটা পয়েন্টের জন্য 100-150gm গ্রাউটিং লাগতে পারে, তবে ইহা সম্পূর্নভাবে ফাঁকার উপর নির্ভর করে।
-----------------------------------------------------------------------------
✔️ সতর্কতা সমূহ:-

√ ড্রিল বা ছিদ্রসমূহ ভালভাবে পরিষ্কার করতে হবে, ময়লা থাকলে লিকুইড ক্রাকের ফাঁকে প্রবেশ করতে পারবেনা, করলেও ময়লার জন্য বন্ডিং হবেনা।
√ গ্রাউটিং এর পূর্বে দৃশ্যমান সকল লিক বন্ধ করতে হবে, কাজ চলাকালীন সময়ে সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে মেশিনের প্রেসারে কোথাও লিক করে যেন লিকুইড বেরিয়ে যেতে না পারে, এমনও হতে পারে কাজের স্থান থেকে ২০ ফিট দূরের লিক দিয়েও বের হবে।

√ লিকুইড মিক্সিং এর পর দ্রুত সময়ের মধ্যেই গ্রাউটিং করে ফেলতে হবে [Maximum 30 min.], না হলে ইহার কার্যকারিতা হারাবে, মেশিন জ্যাম হবার প্রবল সম্ভাবনা থাকে, একবার জ্যাম হলে তা ক্লিয়ার করতে অনেক সময় লাগে যা খুবই কষ্টসাধ্য।

√ এই কাজে নিয়জিত টেকনেশিয়ানদের জন্য গগলস, গ্লোবস এবং এপ্রোন পরিধান বাধ্যতামূলক। মেশিনের প্রেসারে অধিকাংশ সময়েই পাইপ নজেল থেকে ছুটে যায়, ফলশ্রুতিতে তীব্র স্প্রীডে লিকুইড চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
একদা আমার দুইটা জিনসরে বরবাদ করে দিয়েছিলো😭😭
-----------------------------------------------------------------------------
✔️ কাজ পরবর্তী চেকিং:-

√ ওয়ার্কারদের কাজে ফাঁকে দেওয়ার কিছুটা চান্স থাকে, ফলশ্রুতিতে আপনার সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। কাজ শেষের এক/ দুইদিন পর অবশ্যই প্রতিটা নজেলের বর্ধিত অংশকে ভেঙে চেক করে দেখবেন ভিতরে কোন ভয়েড আছে কিনা [প্রয়োজনে ভিতরে #জি.আই তার ঢুকিয়ে চেক করবেন]। যদি ফাঁকা থাকে তবে তার পাশে নতুন আরেকটি করতে হবে এবং পুরাতনটিকে আগের মত গ্রাউটিং করে ভরে ফেলতে হবে।

√ এই ক্ষেত্রে মালামাল অপচয়ের চান্স থাকে, যদি আপনি আলাদাভাবে মালামালের জন্য পে করে থাকেন তবে এই অপচয় আপনাকেই রোধ করতে হবে, সাপ্লাইয়ার যত বেশি সাপ্লাই করতে পারবে তার তত লাভ, সুতরাং বুঝেনই বাঙালি লাভের জন্য কিনা করতে পারে😃।



আরো পড়ুন : plaster work part :1 

আরো পড়ুন: plaster work part :2

আরো পড়ুন : Tiles work

আরো পড়ুন: হানিকম্ব কি?


Md Al Amin (আল-আমিন)

Senior Engineer Civil. at BSRM


Studied B.Sc in Civil Engineerig at University of Information Technology & Sciences - UITS



Comments

Popular posts from this blog

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ, পার্ট-১ Topics: Grade of Concrete, Grade of Steel, Compressive Strength Test, Block, Slump & Earth Quake.

Topics: বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং [Brick Work বা ইটের গাথুনি]।