Posts

Showing posts from 2019

Featured Post

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

Image
এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint. ============================================== ▶️ Shear Key in Column: ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন; ☑ কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য। ☑ কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে #পরিষ্কার করা হয়। ✅ পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়। ................................................................................... ▶️ Column Casting Height: অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা ...

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

Image
এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint. ============================================== ▶️ Shear Key in Column: ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন; ☑ কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য। ☑ কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে #পরিষ্কার করা হয়। ✅ পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়। ................................................................................... ▶️ Column Casting Height: অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা ...

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ, পার্ট-২ Topics: Clear Cover & Form-work Removal Time.

Image
  সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ, পার্ট-২  Topics: Clear Cover & Form-work Removal Time. ============================================== 1️⃣ Clear Cover..................... ক্লিয়ার কভার বলতে মূলত: স্টিলের বহি:স্থ ফেস থেকে কংক্রিটের বহি:স্থ ফেস পর্যন্ত দূরুত্বকে বুঝায়। আমরা সবাই জানি আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে স্টিলকে রক্ষা করার জন্য ক্লিয়ার কভারের প্রয়োজন হয়। তাছাড়া যথাযথ ক্লিয়ার কভার না দিলে বাতাসের মধ্যস্থ অক্সিজেন বা সোডিয়ামের ক্ষতিকর লবনসমূহের রাসায়নিক ক্রিয়ার ফলে স্টিলের Corrosion সৃষ্টির মাধ্যমে কিংবা অগুন বা টেম্পারেচারের সরাসরি হিটের কারণে স্টিলের Expansion এর ফলে Reinforcement বা স্টিল ফেল করতে পারে। তো জেনে নেওয়া যাক সচরাচর যে রকম Clear Cover রাখা হয়; √ Pile & Pile Cap: 3” বা 75mm at all side. √ Footing: 3” at all side. √ Mat/ Raft: Bottom & Side 3”, Top 2” বা 50mm. √ Short Column/ Pedestal: 3” at all side. √ Grade Beam: 2.5” to 3” at all sides. √ Under Ground Water Tank: Outer Side 2.5” to 3” & Inner Side 2” √ Typical Beam: 1.5” √ Ty...

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ, পার্ট-১ Topics: Grade of Concrete, Grade of Steel, Compressive Strength Test, Block, Slump & Earth Quake.

Image
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ, পার্ট-১  Topics: Grade of Concrete, Grade of Steel, Compressive Strength Test, Block, Slump & Earth Quake . ✅ Grade of Concrete: Internationally ড্রইং এ সচরাচর কংক্রিটের Mixing Ratio উল্লেখ থাকেনা, Grade উল্লেখ থাকে। আর এই Grade অনুযায়ী কংক্রিটের Ultimate Strength পেতে Trial Basis Mix Design এর মাধ্যমে Ratio ফাইনাল করা হয়। জেনে নেয়া যাক কংক্রিটের বিভিন্ন গ্রেড সমূহ সম্পর্কে; ✅ Ordinary Concrete: √ M 5 বা 5 N/mm2 বা 725 PSI, Ratio 1:5:10 √ M 7.5 বা 7.5 N/mm2 বা 1087.5 PSI, Ratio 1:4:8 √ M 10 বা 10 N/mm2 বা 1450 PSI, Ratio 1:3:6 √ M 15 বা 15 N/mm2 বা 2175 PSI, Ratio 1:2:4 √ M 20 বা 20 N/mm2 বা 2900 PSI, Ratio 1:1.5:3 ✅ Standard Concrete: √ M 25 বা 25 N/mm2 বা 3525 PSI, Ratio 1:1:2 √ M 30 বা 30 N/mm2 বা 4350 PSI, Mix Design [1:0.75:1.5] √ M 35 বা 35 N/mm2 বা 5075 PSI, Mix Design [1:0.5:1] √ M 40 বা 40 N/mm2 বা 5800 PSI, Mix Design [1:0.25:0.5] Note❗️ [1M সমান 145 PSI, M25 থেকে M70 পর্যন্ত Mix Design আবশ্যক] কংক্রিটে ফাইন এগ্রিগেট বা বাল...

Topics: বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং [Brick Work বা ইটের গাথুনি]।

Image
Topics: বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং [Brick Work বা ইটের গাথুনি]। =============== =============== =============== ============ একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য অন্যান্য সাধারণ কাজগুলোর মধ্যে ব্রিক ওর্য়াক হচ্ছে অন্যতম একটি। আমাদের দেশে আমরা সাধারণত দুই ধরনের ব্রিক ওয়ার্ক করে থাকি। ✅  Ordinary Brick Work: যা আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত, এই ধরনের কাজে ইট দিয়ে গাথুনি তৈরির পর গাথুনি পৃষ্ঠকে ড্যাম্প ও আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং সৌন্দর্যবর্ধনের  জন্য প্লাস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়। ✅  Pointing Brick Work: যেখানে ব্রিক ওয়ালের জয়েন্টগুলোর সৌন্দর্য প্রদর্শনের জন্য ইহার উপরে কোন আস্তর বা প্লাস্টার প্রদান করা হয়না, গাথুনি পরবর্তীতে জয়েন্টগুলোকে পয়েন্টিং করে দেওয়া হয়। পয়েন্টিং ব্রিক ওয়ার্ক সচরাচর ১০ ইঞ্চির হয়ে থাকে। ✅  ব্রিক ওয়ালের প্রকারভেদ: বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ব্রিক ওয়াল প্রচলিত হয়েছে, তন্মধ্যে আমাদের দেশে মূলতঃ দুই ধরনের ব্রিক ওয়ালের বেশি প্রচলন রয়েছে; ☑️  Stretcher Bond: যা আমাদের দেশে ৫” ব্রিক ওয়াল নামে পরিচিত, ইহা পার্ট...

Topics: Construction of Cast-in-Situ Pile (Bored Pile). চতুর্থ ও শেষ খন্ড: কংক্রিটিং ওয়ার্ক চেকিং।

Image
Topics: Construction of Cast-in-Situ Pile (Bored Pile). চতুর্থ ও শেষ খন্ড: কংক্রিটিং ওয়ার্ক চেকিং। =============== =============== =============== ===== ✅  Gradation of Aggregate:- পাইলিং কাজে উত্তম ফলাফল পেতে হলে আপনাকে Well Graded এগ্রিগেট ব্যবহার করতে হবে, Well Graded বলতে 20mm & 12mm down সাইজের এগ্রিগেটসমূহ নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত থাকাকে বুঝায়, সাধারনত এই অনুপাত 70% & 30% হয়ে থাকে। 🅰️  Coarse Aggregate. পাইলিং কাজে আমরা সাধারনত বোল্ডার ক্রাশড Stone Chips ব্যবহার করি, মনে রাখবেন ভাল মানের পাথরের কনাগুলো সাধারনত; √ কোনাকৃতি বড় দানার হবে, √ এগুলোকে বোল্ডার থেকে ভেঙে টুকরো করা হয়, √ এগুলো সিঙ্গেলস কিংবা ভূতুভাঙা হবেনা, √ এগুলোর সাথে মরা/ হালকা ওয়েটেড কিংবা দুর্বল পাথর মিক্সড থাকবেনা, √ এগুলো দেখতে পরিষ্কার ও ওজনে ভারি হবে। √ Particle Size [Gravel]: Coarse Gravel : 75-19mm, Medium Gravel: 19-9.5mm & Fine Gravel: 9.5-4.75mm 🅱️  Fine Aggregate. পাইলিং কাজে 100% Sylhet Sand ব্যবহার করা উত্তম, তবে বালি হতে হবে বড় দানার কোনাকৃত...

Topics: Construction of Cast-in-Situ Pile (Bored Pile). তৃতীয় খন্ড: ওয়াশ এবং রিইণফোর্সমেন্ট চেকিং।

Image
Topics: Construction of Cast-in-Situ Pile (Bored Pile). তৃতীয় খন্ড: ওয়াশ এবং রিইণফোর্সমেন্ট  চেকিং। =============== =============== =============== ===== ↘️  Wash: আসলে ওয়াশের ক্ষেত্রে কোন ধরাবাঁধা নিয়ম নেই, যদিও আমরা অনেক জায়গাতেই দেখে এসেছি ওয়াশের জন্য কমপক্ষে ৩০ থেকে ৪৫ মিনিট সময় দিতে হবে। প্রকৃতপক্ষে ওয়াশের মূল উদ্দেশ্য হলো পাইলের জন্য খননকৃত গর্ত থেকে কাদা মিশ্রিত পানি বের করে দিয়ে অপেক্ষাকৃত কিছুটা স্বচ্ছ পানিতে কংক্রিটিং করা যাতে কংক্রিটের গুনগত মান নষ্ট না হয়। এখন কথা হলো যদি আপনি যদি খুব সামান্য পরিমান পানিকে Recycling করে ১ ঘন্টাও করে ওয়াশ করেন সে ক্ষেত্রে কি গর্ত থেকে পরিষ্কার পানি বের হবে? মোটেও না, কারণ আপনি যতই কাদা মিশ্রিত পানি দিয়ে ওয়াশ করেন না কেন তা থেকে ময়লা পানিই বের হবে। এখানে দেখার বিষয় হচ্ছে পানির ডেনসিটি কেমন?? তাতে কাদা মাটির পরিমান কতটুকু? ✅  প্রপার ওয়াশ হয়েছে কিনা বুঝার জন্য ওয়াশের পানিতে হাত দিন, এবার দুই আঙ্গুল দিয়ে ঘষে কাদার পরিমান বুঝার চেষ্টা করুন, মনে রাখবেন পানির কালার ঘোলাটে হবেই কিন্তু তাতে কাদার উপস্থিতি য...